March 20, 2025, 8:27 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

ভালভেরদে ব্যাখ্যা দিলেন মেসিকে শুরুর একাদশে না রাখার

ভালভেরদে ব্যাখ্যা দিলেন মেসিকে শুরুর একাদশে না রাখার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইউভেন্তুসের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে না রাখার ব্যাখ্যা দিয়েছেন এরনেস্তো ভালভেরদে। দলের সবচেয়ে বড় তারকার বিশ্রাম প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

চলতি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার আগের ১৬ ম্যাচের সবকটিতে শুরুর একাদশে খেলানো মেসিকে ইউভেন্তুসের মাঠে শুরুতে মাঠে না নামানোটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। ৫৬তম মিনিটে জেরার্দ দেউলোফেউয়ের বদলি হিসেবে নামেন মেসি। তবে ম্যাড়মেড়ে ম্যাচে এর তেমন কোনো প্রভাব পড়েনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুই দলের দ্বিতীয় লেগের লড়াই।

আগামী রোববার লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার মুখোমুখি হবে শীর্ষে থাকা বার্সেলোনা। ম্যাচটি সামনে রেখে মেসিকে একটু বিশ্রাম দিতে তাকে শুরুর একাদশে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচ শেষে ভালভেরদে বলেন, “মেসি খুব ভালো আছে। এটা কঠিন একটি সিদ্ধান্ত ছিল। সে ক্লাব ও দলের মধ্যে বড় একটা দায়িত্ব অনুভব করে।”

“কিন্তু সে এরইমধ্যে অনেক ম্যাচ খেলেছে। শেষ পর্যন্ত তাকে বিশ্রাম নিতে হতোই।”

ভালভেরদে ধারণা করেছিলেন, দ্বিতীয়ার্ধে ইউভেন্তুস বেশি খোলাখুলিভাবে খেলবে এবং এই সময়ে বেশি কার্যকর হতে পারে মেসি।

“আমরা ভাবলাম, ম্যাচটা শুরুতে আঁটসাঁট হবে। পরে দ্বিতীয়ার্ধে এটা খোলামেলা হতে পারে।”

এ ব্যাপারে মেসিও রাজি ছিল কি-না, এমন প্রশ্নের জবাবে বার্সেলোনা কোচ বলেন, “এগুলো কোচের অভ্যন্তরীন সিদ্ধান্ত।”

মেসিকে একাদশে না দেখে বিস্মিত হয়েছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও।

“২০১০ সাল থেকে আমি তার মুখোমুখি হচ্ছি। এই নিয়ে ১৩ ম্যাচ হলো। প্রথম দেখলাম, মেসি বেঞ্চে বসে আছে।”

তবে মেসি মাঠে নামায় প্রতিপক্ষ সব কোচের মতো সতর্ক ছিলেন আল্লেগ্রিও।

“তাকে মাঠে নামতে দেখে আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু আমার ছেলেরা তাকে শান্ত রাখতে ভালো কাজ করেছে।” এই ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করল বার্সেলোনা। গোলের খুব বেশি সুযোগ না পেলেও ম্যাচের অধিকাংশ সময়ে আধিপত্য ছিল কাতালান ক্লাবটিরই।

তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসতে পারতো বার্সেলোনা। পাওলো দিবালার একটি শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

দলের খেলা নিয়ে ভালভেরদে বলেন, “আমরা জয় পাওয়ার জন্যই এসেছিলাম। শেষের কয়েক মিনিট ছাড়া আমরা দীর্ঘ সময় জুড়ে আধিপত্য দেখিয়েছি। এই সময়ে তারা খেলা দেখিয়েছে এবং দিবালার গোলের সুযোগটি পেয়েছে।”

Share Button

     এ জাতীয় আরো খবর