রংপুর হিন্দু পল্লীতে তান্ডব: ৯ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে হামলার ঘটনায় ৯ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১০ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ কামরুল ইসলাম রিমান্ড শুনানি শেষে একজন ছাড়া বাকি ৯ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও এস আই হাসান আলী। মামলায় এ পর্যন্ত ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।আদালতে উপস্থিত ১০ আসামি হলো, আহসান উল্লাহ আঙ্গুর, আসাদ শেখ, রহিদুল ইসলাম, মামুন মিয়া, আবদুল হান্নান, লেবু মিয়া, আবু বক্কর সিদ্দিক নয়ন, হাফেজ দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম মেম্বার, ও জাহিদুল ইসলাম। এই দশ জনের মধ্যে জাহিদুল ছাড়া সবার রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস আলম জানান, তান্ডবের ঘটনার সঙ্গে এই দশ আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে। এ কারণে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আসামি জাহিদুল ছাড়া বাকী ৯ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ১০ আসামিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।