অনেক জল্পনা কল্পনার পরে ভেদুরিয়া ইউনিয়ের ২,৩,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আলহ্বাজ তাজল মাষ্টার সাহেব।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাষক জনাব আ:মমিন টুলু,উপজেলা চেয়ারম্যান জনাব মোশারেফ হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নকিব চেয়ারম্যান এবং সাংগাঠনিক সম্পাদক।
মাঈনুল হোসেন বিপ্লব জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজু গোলদার, আজিজ মিয়া সহ অতিথি বৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাথে সকল ডেলিকেট বৃন্দৃরা।
তোফায়েল আহমেদের সুযোগ্য সন্তান জনাব মাঈনুল হোসেন বিপ্লব বলেন উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে নৌকাকে আবার বিজয়ী করতে হবে, আমার আপনার প্রিয় নেতা বাংলাদেশ সরকারের সফল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আপনাদের ভেদুরিয়াকে মনের মাধুলি মিশিয়ে সাজিয়েছেন রাস্তা ঘাট থেকে শুরু করে কালবাট, ব্রিজ স্কুল,কলেজ, হাসপাতাল এমনি একটি টেক্সটাইল কলেজ নির্মান করেছেন।
আপনাদের ইউনিয়ন এখন ভোলার সেরা ইউনিয়ন হিসাবে ইকনোমিক জোনে রুপান্তিরিত হয়েছে। আপনেরা আর কি চান আমাকে বলেন আমি নেতাকে দিয়ে সব ব্যাবস্থা করবো, আমার বাবার শেষ সপ্ন ভোলাকে মূল ভুখন্ডর সাথে ব্রিজ এর মাধ্যমে সংযোগ স্থাপন করবেন।
২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সবাই এক হয়ে ভেদুরিয়া ইউনিয়ন থেকে নৌকাকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান। সর্বশেষে জেলাপরিষদের প্যানেল চেয়ারম্যান মোট ৩টি ওয়ার্ডের কমিটি ঘোষনা করেন।