রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ফের বিএনপির মনোনয়ন পেলেন বাবলা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলাকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু এ কথা জানান। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। রংপুর সিটি করপোরেশনের এটা হবে দ্বিতীয় নির্বাচন। এ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। শহীদুল বলেন, গত সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি কাওসার জামান বাবলাকে মেয়র পদে মনোনয়ন দেয়। এ-সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার দুপুরে আমরা পেয়েছি। মেয়র পদে আমরা পাঁচজনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। সে তালিকায় আমারও নাম ছিল। রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও বাবলা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ঝন্টুর কাছে পরাজিত হন। এ সিটি করপোরেশনের এটা হবে দ্বিতীয় নির্বাচন। তবে দলীয় প্রতীকে প্রথম নির্বাচন।