মৌলভীবাজারে শসাফো পরিষদ গঠিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
সুস্থ সাহিত্য চর্চার বিকাশ সাধনের লক্ষ্যে মৌলভীবাজারে গঠিত হয়েছে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো)। মৌলভীবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে তরুণ সাহিত্য পিপাসুদের এক সাহিত্য আড্ডায় কবি আবদুল হাই ইদ্রিছী কে সভাপতি ও মামুন আবদুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি চৌধুরী শামসুল আরেফীন, সাংগঠনিক সম্পাদক জে এইচ জিয়া, প্রচার সম্পাদক রাফিউল ইসলাম জসিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ূম, কার্যকরী সদস্য ইতি রহমান, শিরিন শীলা, সাইয়্যিদা ফোয়ারা জান্নাত মিমি, আমিনুল ইসলাম হিমেল ও পলাশ দেবনাথ।