June 12, 2025, 7:12 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

সিংড়ায় আনছার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সিংড়ায় আনছার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন পুজা উপলক্ষে ৯৩ টি পুজা মন্ডপে আনসার সদস্য/ সদস্যা নিয়োগে আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগমের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ টাকার একটি অংশ নাটোর জেলা কমান্ডারকে দিতে হয় বলে জানিয়েছে একটি সুত্র। এ নিয়ে স্থানীয়ভাবে নিপীড়িত আনসার সদস্যরা তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছে।
জানা যায়, এবার সিংড়া উপজেলার ৯৩ টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে স্ব স্ব মন্ডপে আইন শৃংখলা রক্ষার্থে প্রত্যেকটি মন্ডপে ৪ থেকে ৮ জন করে লোক নিয়োগ দেয়া হচ্ছে। এবারে মোট ৪৯৮ জন আনসারকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন লিডার এবং পৌরসভার লিডারদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।।

অফিসের নির্দেশনায় প্রত্যকটি ইউনিয়নে ২০ থেকে ২৮ জন পর্যন্ত বন্টন করে দেয়া হয়। সে অনুযায়ী যারা তালিকা জমা দিয়েছে তাদের কে জনপ্রতি ২’শ টাকা করে গুনতে হয়েছে। সে হিসাবে ৪০০ জনের কাছ থেকে ২০০ টাকা হারে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজস্ব ক্ষমতায় ৯৮ জনের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হয়েছে।
গোপন সূত্রে প্রকাশ, বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচনেও কেন্দ্রে আনসার সদস্য নিয়োগে ৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন তিনি। বিগত ২০ বছর ধরে সিংড়ায় তিনি কর্মরত আছেন।

এ জন্য স্থানীয় প্রভাবে সাধারন আনসার সদস্যরা কোন অভিযোগ করলে তাদের পাল্টা হুমকি এবং অকট্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া যে কোন প্রশিক্ষনে লোক পাঠানোর জন্য তদবির করতে হয়। তদবির বাবদ প্রত্যকের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা তিনি উৎকোচ গ্রহণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত রওশানা আরা বেগম মুঠোফোনে বলেন, জেলা কমান্ডারকে কিছু দিতে হয় আর আমাদের অফিস খরচ বাবদ রাখতে হয়। এবং এ প্রতিবেদককে অফিসে দেখা করতে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ বলেন, এ পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর