পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় দাবীকৃত চাঁদা না দেয়ায় বুলবুল জান্নাত নামের এক নারী ইউপি
সদস্যের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা।সোমবার (২৪ডিসেম্বর) দুপুরে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে দূর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।ভুক্তভোগী বুলবুল জান্নাত পেকুয়া সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (সংরক্ষিত) এবং পেকুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য।ইউপি সদস্য বুলবুল জান্নাত বলেন,দাবীকৃত চাঁদা না দেয়ায় আমার ভোগদখলীয় বসতবাড়ি সংস্কারের কাজ বন্ধ করতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে সোমবার দুপুরে সংস্কারকাজ চলাকালীন সময়ে হামলা চালিয়ে শ্রমিকদের আহতসহ ব্যাপক ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এসময় তারা বসতবাড়ি সংস্কার কাজের জন্য আনা এক টন লোহা লুঠ করে নিয়ে যায়।ইউপি সদস্যের ছেলে সাংবাদিক ইমরান হোসাইন বলেন, সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মূলত এ হামলা ও ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা।হামলাকারীরা হলেন পূর্ব গোঁয়াখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মোঃ কালু, মৃত আবুল খাইরের ছেলে শাহাব উদ্দিন, আবুল কালাম ও মৃত মোক্তার আহমদের ছেলে মহিউদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে একদল দূর্বৃত্তরা হামলা চালিয়ে বসতবাড়িতে ভাংচুর ও লুঠপাট চালায়। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ নেয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল