মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলী (৭০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর সন্ধায় শহরের চৌমোহনাস্থ ইউনাট্রেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সামনে। গুরুতর আহত উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনসার আলীকে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার দজবালী গ্রামের মৃত আনফর আলীর ছেলে। হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নার্গিস আক্তার চৌধুরী বলেন- তার ডান হাতে দুটো কোপ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।