January 3, 2025, 3:07 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোবাইল ফোনের প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি

মোবাইল ফোনের প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মোবাইল ফোনের বিভিন্ন প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি’র চেয়ারম্যান মো. জহুরল হক গতকাল শনিবার সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, কোনো প্যাকেজের মেয়াদ যাতে সাতদিনের কম না হয় সেজন্য এরইমধ্যে অপারেটরদের চিঠি পাঠানো হয়েছে। অপারেটরদের কাছে তথ্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজ সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি ৯ ডিসেম্বর (আজ রোববার) থেকে নতুন নির্দেশনা পালন করতে বলা হয়েছে বলেও জানান নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা কাজ করছি, ৬ তারিখের মধ্যে প্যাকেজগুলোর তথ্য চেয়েছি। সিদ্ধান্ত নিয়েছি কোনো প্যাকেজ সাতদিনের আগে শেষ হবে না। মোবাইল ফোন অপারেটরগুলোর সংক্ষিপ্ত সময় কিংবা অসময়ের প্যাকেজ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের মধ্যে সম্প্রতি চিঠি পাঠায় বিটিআরসি। অপারেটরগুলো ভয়েস ও ডাটা প্যাকেজ নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, একটা প্যাকেজ কিনলেন ৭ বা ৮ ঘণ্টার জন্য। দেখা গেল যে ইউজ হলো না টাকা শেষ হয়েছে, ৭ ঘণ্টা পরে আপনি যখন টাকাটা ক্লেইম করবেন তখন সে বলবে আমি তো ৭ ঘণ্টার প্যাকেজ দিয়েছিলাম, অষ্টম ঘণ্টা হয়েছে, টাকাটা পাবে না! আমাদের ধারণা হয়েছে, কাস্টমারদের ক্ষতি হতো, স্ট্যাডি করে দেখা গেছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে এখন কোনো প্যাকেজ সাতদিনের কম হবে না। তবে এ সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ৯ তারিখের মধ্যে অপারেটরদের কথা শুনবো। অপারেটরদের সঙ্গে আগামীকাল (আজ রোববার) কথা বলবো। আমরা সব সময় কাস্টমারবান্ধব। তবে গ্রাহকদেরও সচেতন হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও স্বার্থ দেখতে হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, তারা ব্যবসা গুটিয়ে চলে গেলে তখন কী অবস্থা হবে?

Share Button

     এ জাতীয় আরো খবর