জনসমাগম ঠেকাতে বাস বন্ধ করেছে সরকার: বিএনপি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
খালেদা জিয়ার সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে আশপাশের জেলাগুলো থেকে বাস আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল রোববার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
রিজভী সাংবাদিকদের বলেন, জনসভায় যাতে নেতা–কর্মী–সমর্থকসহ সাধারণ মানুষ না আসতে পারে, সেজন্য সরকার পরিকল্পিতভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। দূরপাল্লার বাসও ঢাকায় আসতে দিচ্ছে না। ট্রেনও ঠিকমতো ঢাকার বাইরে থেকে আসছে না।
কিন্তু এভাবে জন¯্রােত সরকার রুখতে পারবে না। আমাদের কাছে খবর আসছে নেতা–কর্মীরা পায়ে হেঁটে, ঠেলা গাড়িতে চড়ে জনসভাস্থলের দিকে আসছেন দেড় বছর পর এই জনভার মধ্য দিয়ে ঢাকায় প্রকাশ্য কর্মসূচিতে বক্তব্য নিয়ে আসছেন খালেদা জিয়া।
এই জনসভায় ঢাকা নগরীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাগুলো থেকে বিএনপি নেতা–কর্মীদের যোগ দেওয়ার কথা।
ঢাকা নগরীর ভেতরে সকালে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাস চলাচল কমে যায়।
নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও ঢাকাগামী বাস চলাচল কম।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, ঢাকা থেকে অনত্র চলতে দেওয়া হলেও ঢাকার দিকে কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না।
পরিবহন শ্রমিকদের কাছে কারণ জানতে চাইলে তারা বলেন, বিএনপির লোকজন বাস নিয়ে গেছে। আবার তাদের বাস দেওয়া এড়াতে অনেকে গাড়ি নামাননি।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হলেও গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, তারা কোনো গাড়ি ঢাকার দিকে যেতে বাধা দিচ্ছেন না।
পরিবহনের লোকেরাই গাড়ি আটকে দিচ্ছে, বলেন তিনি।
ঢাকা–গাজীপুরে রুটে চলাচলকারী ভিআইপি পরিবহনের পরিচালক মো. কামরুল হাসান রিপন বলেন, মালিক সমিতির ‘নেতাদের নির্দেশে’ বাস চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে মালিক সমিতির কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।