ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভারত ফেভারিট বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলি বলেন, ‘দল হিসেবে আমরা এখন অনেক বেশি শক্তিশালী। সব বিভাগেই আমাদের সেরা খেলোয়াড় রয়েছে। তাই শ্রীলঙ্কার পক্ষে আমাদেরকে হারানো কঠিন।’
২০১৫ সালের আগস্ট থেকে টানা আটটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দু’বার ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করে টিম ইন্ডিয়া। আর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় করে বিরাট কোহলির দল।
চলতি বছরের জুলাইয়ে এই শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। তাই এবার ঘরের মাটিতে আসন্ন সিরিজে ভারতকেই এগিয়ে রাখছেন গাঙ্গুলি, ‘সিরিজে স্পষ্টভাবেই ফেভারিট ভারত। ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। কারণ টানা আটটি টেস্ট সিরিজ জিতে বর্তমানে র্যাঙ্কিংয়ে এক নম্বর তারা। তাই শক্তিশালী ভারতকে হারানো কঠিনই হবে শ্রীলঙ্কার জন্য। পাকিস্তানকে সর্বশেষ সিরিজে হারিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ভারতের পারফরমেন্সের সামনে ভালো ফল পাওয়াটা কঠিন লঙ্কানদের জন্য।’
আগামী ১৬ নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এক বছরেরও বেশি সময় পর কলকাতার মাটিতে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ঐ দ্বিতীয় টেস্টটি ১৭৮রানে জিতেছিলো ভারত।