ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বলিউডে তারকাখ্যাতি পাওয়ার অন্যতম একটি মাধ্যম হয়ে দাড়িয়েছে খোলামেলা হয়ে ক্যামেরার সামনে আসা। অনেক অভিনেত্রীই টপলেস হয়ে নাম কামাতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিনেত্রীরা যেমন প্রতিযোগীতায় নেমেছেন টপলেস হওয়ার। অনেকে আবার পর্দাতেও বোল্ড রূপে হাজির হচ্ছেন। তেমনই একজন কারিশমা শর্মা। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রাগিনি এমএমএস রিটার্নস’ ছবিতে। বলিউডের অন্যতম যৌনভিত্তিক ফ্র্যাঞ্চাইজির ছবি এটি।
কেন্দ্রীয় চরিত্র রাগিনির ভূমিকায় দেখা যাবে কারিশমাকে। এদিকে কারিশমা সম্প্রতি একটি ফটোশুট করিয়েছেন। টপলেস লুকে কারিশমার সেসব ছবি নিয়ে এরইমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এর উত্তরে তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে এমন টপলেস হতে আমার কোনো আপত্তি নেই। এটা নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।