ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের সিলেট পর্ব শেষ হল বুধবার। সিলেটে অনুষ্ঠিত আট ম্যাচে দাপট দেখিয়েছে বিদেশী ব্যাটসম্যানরা। বিপিএলে চলমান আসরে সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ সাতজনই বিদেশী।
তালিকায় সবার উপরে আছেন স্বাগতিক সিলেট সিক্সার্সের শ্রীলংকার খেলোয়াড় উপুল থারাঙ্গা। ৪ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৯৬ রান করেছেন তিনি। দু’টি ম্যাচে সেরাও নির্বাচিত হয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৯ রান। টুর্নামেন্টের উদ্বোধণী দিন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
৪ ম্যাচের ৪ ইনিংসে ১৫১ রান নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন থারাঙ্গার ওপেনিং পার্টনার সিলেট সিক্সার্সের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টে সিলেটের প্রথম তিন ম্যাচে থারাঙ্গার সাথে ১২৫, ৭৩ ও ১০১ রানের জুটি গড়েন ফ্লেচার। ২ ম্যাচের ২ ইনিংসে ১১৮ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে চিটাগং ভাইকিংসের নিউজিল্যান্ডের খেলোয়াড় লুক রঞ্চি।
বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুনের। ২ ম্যাচের ২ ইনিংসে ৬৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৪৬। তালিকার আট নম্বরে আছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানরা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান
উপুল থারাঙ্গা (সিলেট সিক্সার্স) ৪ ৪ ১ ১৯৬
আন্দ্রে ফ্লেচার (সিলেট সিক্সার্স) ৪ ৪ ০ ১৫১
লুক রঞ্চি (চিটাগং ভাইকিংস) ২ ২ ০ ১১৮
মারলন স্যামুয়েলস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ২ ২ ১ ৯৫
এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস) ২ ২ ০