গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্চনা মণ্ডল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার উলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অর্চনা ওই গ্রামের সুবল মণ্ডলের স্ত্রী। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, সকালে রান্না ঘরে লাইট জ¦ালাতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অর্চনা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় অর্চনাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।