July 27, 2024, 2:56 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী

ফুলবাড়ী উপজেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী
ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
দিনাজপুর ফুলবাড়ীতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় নিমতলা মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী শাখার সভাপতি জয় প্রকাশ গুপ্ত, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের নেতা নাজার আহম্মেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বিপ¬বী ছাত্র মৈত্রীর আহবায়ক রাসেল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের বর্বরতা চরম আকার ধারণ করায় মানবতা বিধস্ত হচ্ছে। একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে ফেলার প্রক্রিয়া চলছে। বাংলাদেশেও সংকটে পড়েছে। এ অবস্থা উত্তরণে মিয়ানমান থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী মর্যাদা দিন এবং তাঁদের থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষাসহ সভ্য জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করুন। মিয়ানমারে বর্বরতা-গণহত্যা বন্ধ করতে মিয়ানমারকে বাধ্য করুন। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি দিতে বাধ্য করুন। মিয়ানমারে রোহিঙ্গাদের অবাধ চলাফেরাসহ বসবাসের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করুন। জাতিসংঘের তত্ত্বাবধানে ‘কফি আনান কমিশন’ এর রিপোর্ট বাস্তবায়ন করুন।
নিুলিখিত পদক্ষেপসমূহ গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব বরাবর দেশ ব্যাপী এ গণস্বাক্ষর অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর