July 12, 2025, 6:54 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী

ফুলবাড়ী উপজেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী
ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
দিনাজপুর ফুলবাড়ীতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় নিমতলা মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী শাখার সভাপতি জয় প্রকাশ গুপ্ত, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের নেতা নাজার আহম্মেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বিপ¬বী ছাত্র মৈত্রীর আহবায়ক রাসেল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের বর্বরতা চরম আকার ধারণ করায় মানবতা বিধস্ত হচ্ছে। একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে ফেলার প্রক্রিয়া চলছে। বাংলাদেশেও সংকটে পড়েছে। এ অবস্থা উত্তরণে মিয়ানমান থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী মর্যাদা দিন এবং তাঁদের থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষাসহ সভ্য জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করুন। মিয়ানমারে বর্বরতা-গণহত্যা বন্ধ করতে মিয়ানমারকে বাধ্য করুন। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি দিতে বাধ্য করুন। মিয়ানমারে রোহিঙ্গাদের অবাধ চলাফেরাসহ বসবাসের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করুন। জাতিসংঘের তত্ত্বাবধানে ‘কফি আনান কমিশন’ এর রিপোর্ট বাস্তবায়ন করুন।
নিুলিখিত পদক্ষেপসমূহ গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব বরাবর দেশ ব্যাপী এ গণস্বাক্ষর অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর