কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ আটক ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কুমিল্লা সদর উপজেলার আলেখারচর ব্রিজের ওপর থেকে ১৪০ কেজি গাঁজাসহ মো. মফিজ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার সকালে তাকে আটক করা হয়। মো. মফিজ সদর উপজেলার যশপুর এলাকার সুলতান আহাম্মদের ছেলে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ডিবি পুলিশ জানায়, সকালে আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে সাত বস্তা ভর্তি ১৪০ কেজি গাঁজাসহ মফিজকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।