বরগুনায় ছাত্রলীগের হাতে আওয়ামী লীগ নেতা জখম
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন কুপিয়ে গুরুতর যখম করেছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিন সদর রোডস্থ থানা সংলগ্ন বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া আহত লোকমান হোসেন মোবাইল ফোনে বলেন, রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর লোকমান হোসেন ও উপজেলা যুবলীগ কর্মী মোঃ ইউসুফকে উপজেলা ছাত্রলীগের কতিপয় কর্মিরা হঠাৎ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক যখম করে। এতে আমি ও আমার সাথে থাকা উপজেলা যুবলীগ কর্মী মোঃ ইউসুফ মারাত্মক যখম হই। এদের অবস্থা গুরুতর দেখে রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেদ আহমেদ বলেন, বর্তমানে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলমান। এমতাবস্থায় লোকমানের নেতৃত্বে বড়বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশের একটি ঘরে নিয়মিত ক্রামবোর্ডের আসর চলছে। এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে লোকমানের কথার কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষে এক পক্ষের লোকমান হোসেন ও ইউসুফ আহত হওয়ার খবর পেয়েছি। তবে কোন পক্ষই মামলা করেনি।