November 16, 2025, 9:57 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

পত্রিকায় থেকে বহিষ্কার করায় সম্পাদককে হুমকি : অতঃপর থানায় সাধারণ ডায়েরী

পত্রিকায় থেকে বহিষ্কার করায় সম্পাদককে হুমকি : অতঃপর থানায় সাধারণ ডায়েরী

ডিটেকটিভ নিউজ ডেস্ক


এতদ্বারা সর্বসাধারণ এর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবু মোঃ মাইনুল আহসান (৪৯), পিতা- মৃত ইসাহাক, মাতা-বাদীউলনেসা, ঠিকানা- আমিনুল্লাহ কেরানীর বাড়ি, গুমান মরদান, হাটহাজারী, চট্টগ্রাম।
তিনি জনৈক খায়রুল আমিন এর সুপারিশে তাকে প্রাইভেট ডিটেকটিভে গত কিছুদিন আগে সাংবাদিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ দেয়া হয়। পত্রিকার সংবাদসহ বিভিন্ন বিজ্ঞাপন সংগ্রহের কথা থাকলেও তিনি বিগত দিনগুলোতে অফিসে কোন যোগাযোগ রাখেননি।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে এই পত্রিকার নাম ব্যবহার করে থানা ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। গত ২ মাস পূর্বে পত্রিকার আইডি ফেরত দেয়ার কথা থাকলেও তিনি কোন কর্ণপাত করেননি।
উপরন্তু পত্রিকার সম্পাদককে এস এম এস ও মোবাইলে হুমকি দিচ্ছে। তাই সকলের অবগতির জন্য প্রকাশ করা হল। প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সঙ্গে আবু মোঃ মাইনুল আহসান-এর কোন সম্পর্ক নাই। এই পরিচয়ে যদি কেহ যোগাযোগ করে ও কোন প্রকার ক্ষতিগ্রস্ত হন তার জন্য প্রাইভেট ডিটেকটিভ কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী থাকিবে না।

উল্লেখ্য যে, উক্ত সংবাদ পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করা হলে প্রাইভেট ডিটেকটিভ সম্পাদক ও প্রকাশক এ এইচ এম মোস্তাফিজুর রহমান কে মিথ্যা মামলা ও অফিস থেকে তুলে নেয়ার হুমকি প্রদান করে। এ ঘটনার বিস্তারিত উল্লেখ করে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নম্বর ৪৬৬, তারিখ ০৬-১১-২০১৭ ইং। বিষয়টি অবগতির জন্য সকল রাজধানীর সকল থানায়  প্রেরণ করা হলো।

Share Button

     এ জাতীয় আরো খবর