February 10, 2025, 2:21 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

শ্রীমঙ্গলে বিজিবি’র হরিণছড়া বিওপি’র উদ্বোধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ৫৫ বিজিবি’র সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় হরিণছড়া বিওপি’র নব নির্মিত ব্যারাক উদ্বোধন করা হয়েছে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় । বিওপির নতুন ব্যারাকের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মঈন উদ্দিন, হরিণছড়া বিওপির  সুবেদার হাবিবুর রহমান মুন্সি, শ্রীমঙ্গল প্রেসকাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, নাহার চা বাগান ব্যবস্থাপক পিযুষ কান্তি ভট্টাচার্য, লাংলিয়া খাসিয়া পুঞ্জির হেডম্যান কিরি লেন লং টংসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, সৈনিক, সাংবাদিক ও  স্থানীয় খাসিয়া, টিপরা উপজাতি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ । জানা যায়- হরিণছড়া বিওপিটি ১৯৮৩ সালে স্থাপিত হয়। এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাংলিয়া মৌজার অন্তর্গত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। বিওপিটির দায়িত্বপূর্ণ এলাকা ১৯২৪ মেইন পিলার হতে ১৯৩১ মেইন পিলার পর্যন্ত। দায়িত্বপূর্ণ সিমান্ত এলাকা আনুমানিক ১২ কিলোমিটার। বিওপি থেকে নিকটবর্তী সীমান্ত এলাকার শূণ্য রেখার দূরত্ব ১ কিলোমিটার। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম বলেন- স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে এই বিওপিটি আগেও ছিল। যা আজকে হতে ৪৬ বিজিবি থেকে ৫৫ বিজিবির আওতায় আসলো।  তিনি বলেন, এই বিওপির অবস্থান ও যে গঠন এর চেয়েও বেশী প্রয়োজন আপনাদের সহযোগীতা। আমাদেরকে যখন সোর্স নিয়োগ করতে হয় তখনই আমরা বুঝি আসলে জনগনের সেকরকম আগ্রহ হয়তোবা নাই। কিন্তু বিওপি কাছাকাছি আসা মানে জনগনের কাছাকাছি আসা। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা স্বতস্ফূর্তভাবে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, স্বল্প লোকবলে এই বিস্তৃত এলাকার বিভিন্ন অপরাধের তথ্য জানা অসম্ভব বলব না তবে কঠিন।  এজন্য এলাকার সীমান্ত রক্ষা, মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে স্থানীয় জনসাধারণের সহায়তা প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম বিওপি চত্বরে সাংবাদিকদের নিয়ে ৫টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর