-
- জাতীয়, সারাদেশে
- রাবি’তে জাতীয় চার নেতার শাহাদত বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় November, 5, 2017, 11:30 pm
- 267 বার পড়া হয়েছে
রাবি’তে জাতীয় চার নেতার শাহাদত বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
আজ রবিবার সন্ধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক (টি এস সি সি)কেন্দ্রে জাতীয় চার নেতার শাহাদত বার্ষিকী ও জেল হত্যা দিবস আলোচনা সভা উদযাপন অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বলেন,জাতীকে নেতৃত্ব শুন্য ও কোন ঠাসা করতেই বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।
স্বাধীনতার পরে একটি পরাজিত শক্তি ক্ষমতায় এসে বার বার দেশের উন্নয়নকে ব্যাহত করেছে।দেশে জঙ্গিবাদ ও অরাজকতা সৃষ্টি করেছে এখন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।তাই দেশের উন্নয়নের সুফল ভোগ করতে হলে আবারো আওয়ামীলীগকেই নির্বাচন করতে হবে।
আর পরাজিত শক্তিকে নির্বাচন করলে এর কুফল জনগনকেই ভোগ করতে হবে।
রাবি উপাচার্য অধ্যাপক এম সোবহান তার বক্তব্যে উল্লেখ্য করে বলেন,আমরা যতইই মায়া কান্না করি,মূলত:যাদের স্বজন হারিয়েছে তারাই জানে এ হারানোর বেদনা কতটা তীব্র।
খন্দকার মোস্তাক জাতীর জনককে হত্যা করার পর অনুবাধন করতে পেরেছিল যে জাতীয় চার নেতাই দেশের হাল ধরবে তাই ষড়যন্ত্র করে তাদেরকেও নির্মম ভাবে হত্যা করেছিল।আমাদেরকে এসব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ সুগম করতে হবে।
ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার রাবি উপ উপাচার্য অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা জনসংযোগ প্রশাসক অধ্যাপক শুভাষ কুমার কর্মকার ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রোক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম এবং প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক জুলফিকার রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
এ জাতীয় আরো খবর