September 17, 2024, 5:24 pm

সংবাদ শিরোনাম

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

 সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি বার্ধক্যজনিত জটিলতায় গত শুক্রবার মারা যান আবদুর রহমান বিশ্বাস; বিএনপি আমলে (১৯৯১৯৬) বাংলাদেশের ষোড়শ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গতকাল শনিবার দুপুরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কফিন আনা হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা প্রথমে দলীয় পতাকা দিয়ে তা ঢেকে দেন এরপর ফুলেল শ্রদ্ধা জানানো হয় সেখানে জানাজায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, আবদুল মান্নান, আহমেদ আজম খান, আবদুল হালিম, নুর মোহাম্মদ খান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া,আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল হাই, সিরাজুল হক, মাসুদ আহমেদ তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবলু, মীর সরফত আলী সপু, বি এম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ২০ দলীয় জোটের শামীম সাঈদী, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা ভুঁইয়া, সাইফুদ্দিন আহমেদ মনিসহ কয়েকশ নেতাকর্মী সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন কাজী আবুল বাশার, ইসমাইল হোসেন বেঙ্গল, মুন্সি বজলুল বাসিত আনজু, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আনোয়ার হোসেইন, হেলাল খান, রাজীব আহসান, আকরামুল হাসান, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “আব্দুর রহমান বিশ্বাসের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের সংসদের স্পিকার ছিলেন সবশেষে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সততার সাথে এই দীর্ঘ রাজণৈতিক জীবনে সতিকার অর্থে একজন সৎ, যোগ্য নিষ্ঠাবান নেতার পরিচয় দিয়েছেন তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্যে, তিনি বাংলাদেশের মানুষের অধিকারকে রক্ষা করবার জন্যে সারাজীবন সংগ্রাম করেছেন দেশের ক্রান্তি লগ্নে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন যখন দেশে ক্রান্তিকাল সৃষ্টি হয়েছিলো, যখন দেশে গণতন্ত্র বিপন্ন হওয়া সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন তিনি যোগ্য, বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আব্দুর রহমান একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তিনি সারাজীবন রাজনীতি করেছে, রাজনীতির বিভিন্ন অঙ্গনে তার অবদান রয়েছে তিনি বিএনপির একজন দিকপাল ছিলেন, আমাদের দক্ষিণ বাংলার একজন অভিভাবক ছিলেন আবদুর রহমান বিশ্বাস বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি জিয়াউর রহমান বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য ছিলেন নয়া পল্টনের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বিকাল ৩টায় সংসদ ভবনের উত্তর প্লাজায় এবং বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে সাবেক এই রাষ্ট্রপতিকে বনানীতে দাফর করা হয় গতকাল শনিবার সকালে বিমানে আবদুর রহমান বিশ্বাসের কফিন নিয়ে যাওয়া হয় বরিশালে সেখানে জেলা স্কুল মাঠে জানাজা শেষে ঢাকায় এনে নয়া পল্টনে নেওয়া হয় কফিন

Share Button

     এ জাতীয় আরো খবর