‘ফুরিয়ে যায়নি রিয়াল’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
এর আগে অনেকবার কঠিন সময়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে রিয়াল মাদ্রিদ- তা থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন ইসকো। স্প্যানিশ এই মিডফিল্ডারের দৃঢ় বিশ্বাস, লা লিগার শিরোপা লড়াইয়ে এখনও তারা ভালোমতো আছে।
রোববার লা লিগায় নবাগত জিরোনার মাঠে ২-১ গোলে হারের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।
ম্যাচের দ্বাদশ মিনিটেই ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে বসে তারা। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
হতাশাজনক এই পারফরম্যান্স সত্ত্বেও ইসকো দৃঢ় কণ্ঠে জানান, লস ব্লাঙ্কোস ফুরিয়ে যায়নি। বিন স্পোর্টসকে তিনি বলেন, “কারোরই বলা উচিত নয়, রিয়াল মরে গেছে। কারণ আমরা দেখিয়েছি যে, সব সময় আমরা ফিরে আসি।”
“যখন সবকিছু ভালো যায় তখন বলা খুব সহজ যে, আমরা গ্রেট দল। এখন আমাদের সেটা আসলেই প্রমাণ করতে হবে। এটা পরিষ্কার যে, এভাবে আমরা চলতে পারি না।”
১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভালেন্সিয়া। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ।