পীরগঞ্জ (রংপুর) থেকে গোলাম মোস্তফা
রংপুরের পীরগঞ্জে ঋণের দায়ে এক যুবক কীটনাশক পান করে আত্ম হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত্রে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বড় গোপিনাথপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে বড় গোপিনাথপুর গ্রামে মকু মিয়ার পুত্র রায়হান কবির (৩৫) সংসারের অভাব অনটনের কারণে ঋণের দায়ের লালদিঘী মেলা বাজার হইতে কীটনাশক পান করে বাড়ীতে এসে অজ্ঞান হয়ে পড়ে। এসময় মূমূর্ষ অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে তার জ্যাঠা বাদী হয়ে পীরগঞ্জ থানায় ইউডি মামলা করেন। উল্লেখ্য- রায়হান কবির ১ সন্তানের জনক।