January 15, 2025, 11:03 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর দেবীসিংপাড়ায় জমি জালিয়াতির অভিযোগ

রাজশাহীর দেবীসিংপাড়ায় জমি জালিয়াতির অভিযোগ
রাজশাহী ব্যুরো

সম্প্রতি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন দেবীসিংপাড়ায় স্থানীয় এক টি প্রতারক চক্র প্রকৃত মালিকানার নিরক্ষরতা সরলতা ও দুরদর্শীতার সুযোগে ভিন্ন দাগে পৃথক-পৃথক ভাবে পরিত্যাক্ত ১৯ কাঠা মোট জমির প্রায় সারে ৮ কাঠা ফাঁকা (ভিটা) জমি ঘোর জালিয়াতির মাধ্যমে বিক্রয় ও অবৈধ দখল করেছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে স্থানীয় এসিল্যান্ড (ভূমি)দফতরে উক্ত প্রতারক চক্র বিবাদীগনের বিরুদ্ধে ভূঁয়া খারিজ বাতিলের মামলাও রয়েছে।
চাঞ্চল্যকর ঘটনা ও তথ্যসূত্রে জানা গেছে,টিকাপাড়ার স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জমসেদ আলী জুম্মনের ভগ্নিপতি মৃত জেকের শেখ পিতা মৃত কালু শেখ এর পৈতৃক সূত্রে প্রাপ্ত ও নিজ নামে রেকর্ডিয় প্রজামূলে পরিত্যাক্ত মোট সম্পত্তির প্রায় সারে ৮ কাঠা পরিমান ফাঁকা (ভিটা) জমি যার(দাগ নং ৫৬৭,৫৬৬/৬২২ আর এস খতিয়ান নং ১৬৮ পরিমান ০.০৫০০,০.০২৬০,০.০৬৮৭, ০.০১৫৮,০.০০৫১ শতাংশ জেএল নং ১৪৩ রিসার্ভে নং ৪৩৪,৪৩৯,৪৪০,৪৮,৪৯,৫১ থানা পবা মৌজা রামচন্দ্রপুর রাজশাহী)স্থানীয় প্রতারক চক্রের ১।কোবাদ আলী পিতা আহাদ আলী হস্তান্তরে (বর্তমান)মিসেস সুলতানা রহমান জং আশিকুর সাং ভদ্রা ২।আ:করিম মন্ডল পিং মোস্তফা হস্তান্তরে আব্দুর রশিদ পিং সেতু শেখ সাং তালাইমারি হস্তান্তরে নিজ স্ত্রী ৩।মো:আকলিমা জং আবুল হোসেন হস্তান্তরে মমিনুল হক পিং মোজাহার সাং রানী বাজার সর্বসাং বোয়ালিয়া রাজশাহীগন ঘোর জালিয়াতির মাধ্যমে বিক্রয় এমনকি কৌশলে একই পরিবারের মধ্য হাত বদল সহ ৩ নং বিবাদীনির বড় ছেলে জামায়াতের শীর্ষ নেতা মো: শহীদ হোসেন (বর্তমান পলাতক)অবশিষ্ট ফাঁকা জমিগুলো অবৈধ দখলের অপচেষ্টা করে।

কিন্তু উক্ত স্থাবর সম্পত্তির মূল মালিক মো:জেকের শেখ হটাৎ মৃত্যু বরন করার পর অত্র এলাকায় জালিয়াতি চক্রের বিপক্ষে আরেকটি প্রভাবশালী তৃতীয় পক্ষের উদ্ভব হয়।উভয়ের মধ্যে জমির অবৈধ দখল কেন্দ্রিক শুরু হয় দাংগা-ফাসাদ শালিশ বৈঠক।

স্থানীয় ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জানান,ঐ পরিত্যাক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমাজে শান্তি-শৃংখলা অবনতির আশংকা দেখা দিলে অভিযোগ সূত্রে একাধিকবার নির্ধারিত সালিশ-বৈঠকে প্রয়োজনীয় কাগজ পত্রসহ হাজির হওয়ার আহবান করা হলেও জমি কেন্দ্রিক দাংগা-ফ্যাসাদে জড়িতদের অধিকাংশ-ই অপরাগতা দেখায়।অভিযোগকারীর কেউ-বা একতরফা বৈঠকে মূল মালিকের নাম ও টিপ সহি সম্বোলিত এফিডেভিট এর কাগজ উপস্থাপন করে।যা আইনত:অগ্রাহ্য।

এমতাবস্থায় মূল মালিকানার ওয়ারিশগওয়ারিশগন লোকমুখে এ হাস্যকর ঘটনা বিশ্বাস না করলেও উভয় পক্ষের দখল-দারীত্ব্যে তলবকৃত একজন(পরিচিত)বেসরকারী সার্ভেয়ার ও পরে কাউন্সিলর এর তথ্য-নির্দেশনা মতে মৃত জেকের শেখ এর ছেলে মো:মাকসুদুর রহমান মরহুম পিতার সংরক্ষিত কাগজপত্র যাঁচায়-বাছায় ভূমি ও ডিসি অফিসের তথ্যানুসন্ধান প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ রেজিষ্ট্রি ভলিয়াম যাঁচায় জালিয়াতির বিপক্ষে সনদ গ্রহন এবং সর্বোপরি স্থানীয় এসিল্যান্ড (ভূমি)বড় কুঠি রাজশাহীর দপ্তরে উল্লেখিত বিবাদীদের ভূঁয়া খারিজ বাতিলের আবেদন করেন।যা মিস কেস নং ৩৫২/১৫-১৫।তাং২৯/৪/১৫ ইং।কিন্তু অত্র দপ্তরে মামলা জটের কারনে নির্দিষ্ট সময় পেরিয়েও মামলা নিষ্পত্তির অপেক্ষায় প্রহর গুনছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর