January 9, 2025, 9:28 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

হাবিবুল বাশারও খুঁজছেন বিপর্যয়ের কারণ

হাবিবুল বাশারও খুঁজছেন বিপর্যয়ের কারণ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সফর শেষ। চলছে ময়না তদন্ত। দক্ষিণ আফ্রিকা সফরে কেন এতটা বাজে হলো বাংলাদেশের পারফরম্যান্স। হচ্ছে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ। অন্যতম নির্বাচক হিসেবে খানিকটা জবাবদিহিতা থাকা উচিত যার, সেই হাবিবুল বাশার কিছু বুঝে উঠতেই পারছেন না। সাবেক অধিনায়ক নিজেও খুঁজছেন বিপর্যয়ের কারণ।

গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরেও সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেখানে কন্ডিশন ছিল তুলনায় আরও বেশি কঠিন, চ্যালেঞ্জ ছিল বেশি। কিন্তু সব ম্যাচ হারলেও প্রায় প্রতিটি ম্যাচেই লড়াই করেছে বাংলাদেশ। সৃষ্টি করেছে জয়ের সুযোগও। দক্ষিণ আফ্রিকা সফরে কেবল একটি টি-টোয়েন্টি বাদ দিলে প্রতিটি ম্যাচেই বাংলাদেশ ¯্রফে উড়ে গেছে।

সোমবার বিসিবি একাডেমি মাঠে হাবিবুলের কাছে জানতে চাওয়া হলো এতটা বিপর্যয়ের কারণ। এই নির্বাচক বললেন, তিনিও আছেন এটির উত্তর খোঁজার চেষ্টায়।

“এই প্রশ্ন আমার নিজের কাছেও। আমি নিজেও খুঁজছি এতটা খারাপ কেন হলো। আমি নিশ্চিত, আপনারা সবাই একমত যে এটা বাংলাদেশের ক্রিকেট না। আমাদের এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে।”

“চ্যাম্পিয়নস ট্রফি কিন্তু আরও কঠিন টুর্নামেন্ট ছিল, কন্ডিশন সেখানেও অনেক কঠিন ছিল। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে। সেখানেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকায় কেন ভালো করতে পারিনি, কারণটা আসলে আমার কাছে পরিষ্কার নয়।”

হাবিবুলের চাওয়া, এই দু:সময়ে যেন দোষারোপের সংস্কৃতিকে উৎসাহ দেওয়া না হয়। বরং তাগিদ জানালেন, কারণ খুঁজে বের করে ভবিষ্যতের জন্য নিজেদের শুধরে নেওয়ার।

“ব্যাটিং বা বোলিং, কোন বিভাগেই আমরা ভালো করতে পারিনি। শেষ কথা এই যে, এটা আমাদের ক্রিকেট নয়। এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে এবং আগে আরও ভালো খেলেছি। একটা সিরিজ দিয়ে বলতে পারব না যে সামনে আর পারবো না কিংবা আমরা খারাপ হয়ে গেছি।”

“একটা জিনিস এখন আমাদের করা উচিত হবে না, একজন আরেকজনের দোষ খুঁজে বের করা। সেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না। যেটা করতে পারি, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ ও বিপিএল আছে, এর মধ্যে কোথায় ভুল করেছি, সেটা খুঁজে বের করতে পারি। নিশ্চয়ই ম্যানেজমেন্ট বসবে, কিছু তো একটা কারণ আছেই।”

Share Button

     এ জাতীয় আরো খবর