বেনাপোল স্থলবন্দর থেকে পটুয়াখালি যাওয়ার পথে ৪৪০ ব্যাগ চাউলসহ ট্রাক উধাও
বেনাপোল প্রতিনিধি
খুলনার চাউল আমদানী কারক মেসার্স কে এন ট্রেডার্স ০০০০১২৭০১৭০১০২৯ এলসির মাধ্যমে ভারত থেকে ২১৩ টন সমান ৪২৬০ ব্যাগ চাউল আমদানী করেন। বেনাপোল স্থলবন্দর থেকে গত ১৯ অক্টোবর ২০১৭ তারিখে ছাড় করেন। যাহার সি ৫৯০৬৪, তারিখ ১৭ অক্টোবর ২০১৭। আমদানী কারকের দেওয়া ঠিকানায় পদ্মা ট্রান্সপোর্ট বেনাপোল স্থলবন্দরের ৩১ নং শেডের থেকে ১১টি ট্রাকে চাউলগুলো পাঠানো হয়। যথাসময়ে ১০টি ট্রাক পাটির দেওয়া ঠিকানায় পৌছালেও যশোর ট-১১-১৫৬৮ নং ট্রাকটি পাটির দেওয়া ঠিকানায় ৮ থেকে ১০দিন অতিবাহিত হলেও পটুয়াখালিতে পৌছায়নি। যাহার ট্রাক ড্রাইভারের নাম শুকুর আলী, মোবাইল নং ০১৯৩২২৫৬৯৪৩, তার সহকারী সিরাজ মিয়া । এ ঘটনায় পদ্মা ট্রান্সপোর্ট বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় ১টি সাধারণ ডাইরী করেছেন।