July 17, 2025, 5:21 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

ছাতকে পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ

ছাতকে পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে সাদা পোষাকে পুলিশ ইসমাইল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে নগদ টাকাসহ মালামাল রেখে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসি। মিথ্যা অভিযোগে আটকের পর পুলিশ তাকে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেছে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার নোয়ারাই ইউপির বাঁশটিলা গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র ইসমাইল হোসেনকে গত রোববার রাতে এএসআই আব্দুল হালিমের নেতৃত্বে গ্রাম থেকে তাকে আটক করা হয়। ৩টি হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলেও থানায় এনে তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় জনৈক বাবুল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। সোমবার ছাতক তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ইসমাইলকে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় বাঁশটিলাসহ এলাকাবাসির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এএসআই হালিমের অপসারনের দাবিতে মাওলানা এমাদ উদ্দিনের সভাপতিত্বে ও আখতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আফজাল আবেদীন আবুল, দিলোয়ার হোসেন, বাবুল মিয়া, নূরুল হক, সমছু মিয়া, সুরুজ মিয়া, আব্দুন নূর, নূরুল ইসলাম, আকবর আলী প্রমূখ। সভায় সাদা পোষাকে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন লোকজনকে পুলিশ গ্রেফতার করে হয়রানী ও তাদেরকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান গ্রেফতারে কথা স্বীকার করলেও নির্যাতনের ঘটনা তিনি অস্বীকার করেন। ওয়ারেন্ট অফিসার সৈয়দ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তার নামে কোন ওয়ারেন্ট নেই বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর