December 2, 2024, 1:49 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

ছাতকে পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ

ছাতকে পুলিশের গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে সাদা পোষাকে পুলিশ ইসমাইল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে নগদ টাকাসহ মালামাল রেখে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসি। মিথ্যা অভিযোগে আটকের পর পুলিশ তাকে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করেছে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার নোয়ারাই ইউপির বাঁশটিলা গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র ইসমাইল হোসেনকে গত রোববার রাতে এএসআই আব্দুল হালিমের নেতৃত্বে গ্রাম থেকে তাকে আটক করা হয়। ৩টি হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলেও থানায় এনে তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় জনৈক বাবুল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। সোমবার ছাতক তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ইসমাইলকে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় বাঁশটিলাসহ এলাকাবাসির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এএসআই হালিমের অপসারনের দাবিতে মাওলানা এমাদ উদ্দিনের সভাপতিত্বে ও আখতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আফজাল আবেদীন আবুল, দিলোয়ার হোসেন, বাবুল মিয়া, নূরুল হক, সমছু মিয়া, সুরুজ মিয়া, আব্দুন নূর, নূরুল ইসলাম, আকবর আলী প্রমূখ। সভায় সাদা পোষাকে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন লোকজনকে পুলিশ গ্রেফতার করে হয়রানী ও তাদেরকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান গ্রেফতারে কথা স্বীকার করলেও নির্যাতনের ঘটনা তিনি অস্বীকার করেন। ওয়ারেন্ট অফিসার সৈয়দ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তার নামে কোন ওয়ারেন্ট নেই বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর