কোম্পানীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাইরটেক এলাকায় গতকাল রোববার সকাল ১১টায় যাত্রাবাহী বাস চাপায় মো. মামুন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন। নিহত মামুন উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ডাইলার বাড়ির সিরাজুল হকের ছেলে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, সকালে মামুন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বসুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাইরটেক এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন মামুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।