মোঃ শামীম হোসাইন/সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
অবসরকালীন ছুটিতে থাকা সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আনসারুল ইসলাম (৬০) গতকাল মঙ্গলবার ভোর ৬ টায় তাঁর সোনাতলাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযার নামাজ মঙ্গলবার বাদ জোহর সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ মাগরিব কামারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জানাযায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মণ্ডল, বগুড়া জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান,সোনাতলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জাসদ নেতা জুলফিকার হায়দার দারা, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হারুনুর রশীদ, বগুড়া জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আপেল। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, প্রধান শিক্ষক আব্দুর রশীদ, ফারাজুল ইসলাম, আব্দুল্লাহ্, আবু রায়হান, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, মানিক সরকার, তাহেরুল ইসলাম উজ্জ্বল, মন্তেজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।