September 18, 2024, 8:37 am

সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পরিকল্পিত: ফখরুল

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পরিকল্পিত: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে দোষারোপ করছেন। তার দাবি, এই হামলা ‘পরিকল্পিত। শনিবার বিকেলে ওই হামলার পর এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। একটা পুরোপুরি শান্তিপূর্ণ ও মানবিক কাজে এ হামলা নিন্দনীয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারগামী খালেদার সঙ্গে অন্য জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি রয়েছেন ফখরুলও। ভূমিধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য এলাকা পরিদর্শনে যাওয়ার সময় নিজে বাধাপ্রাপ্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন, এর আগে আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম, তখনো তারা হামলা চালিয়েছিল। সুতরাং বলা যায়, তারা চায় না, বিএনপি ভালো কোনো কাজ করুক। এর আগে, বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর ফতেহপুর এলাকার দেবীপুরে খালেদার গাড়িবহরে হামলা চালানো হয়। বহরে থাকা বিএনপির নেতারা বলছেন, ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে ১৫-২০টি গাড়ি। এসব গাড়ির বেশিরভাগই গণমাধ্যমের। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সার্কিট হাউজে সাংবাদিকদের ফখরুল বলেন, গণমাধ্যমের ওপর যে হামলা আজ হয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। বিএনপি নেত্রীর গাড়িবহরের গণমাধ্যমের ওপর হামলা করে সরকার প্রমাণ করেছে, তারা বিরোধী দলকে সহ্য করতে পারছে না। মহাসড়কে লাখ লাখ জনতার উপস্থিতি দেখে তারা ইর্ষান্বিত। তিনি বলেন, মহাসড়ক দিয়ে বিএনপি নেত্রী যাবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, জনদুর্ভোগ নয়। হামলায় ক্ষতিগ্রস্ত গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি সমবেদনাও জানান বিএনপি মহাসচিব।

Share Button

     এ জাতীয় আরো খবর