January 8, 2025, 12:33 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

পাকিস্তানের রোমাঞ্চকর জয়ে নায়ক শাদাব

পাকিস্তানের রোমাঞ্চকর জয়ে নায়ক শাদাব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফাহিম আশরাফের হ্যাটট্রিক, ১৩ রানে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস। আরেকবার পাকিস্তানের সামনে ছোট লক্ষ্য। প্রস্তুত আরেকটি সহজ জয়ের মঞ্চ। কে জানত, এই ম্যাচও ছড়াবে এতটা উত্তেজনার রেণু!

নিয়মিত বিরতিতে পাকিস্তানের উইকেট হারানোয় ম্যাচ দুলতে থাকল পেন্ডুলামের মত। এসে দাঁড়াল শেষ ওভারের রোমাঞ্চে। সেখানে প্রথম বলেই উইকেট, পরে ক্যাচ মিসের নাটকীয়তার পর শাদাব খানের দুর্দান্ত ছক্কায় লেখা হলো ম্যাচের ভাগ্য। রোমাঞ্চকর জয়ে পাকিস্তান জিতে নিল সিরিজ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার রাতে আবু ধাবিতে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পরপর দুই দিনের জয়ে এক ম্যাচে বাকি রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয়।

ভিত্তিটা ভালো গড়লেও শেষের ভয়াবহ ধসে শ্রীলঙ্কা ২০ ওভারে তুলেছিল ১২৪ রান। পাকিস্তান জিতেছে ১ বল বাকি থাকতে।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১২ রান। পেসার ভিকুম সঞ্জয়ার প্রথম বলেই আউট হন মারকুটে ফাহিম আশরাফ। পরের বলে শাদাবের ব্যাটে ১ রান। নতুন ব্যাটসম্যান হাসান আলি প্রথম বলে মারলেন উড়িয়ে। ভালো চেষ্টা করেও ক্যাচ নিতে পারেননি গুনাথিলাকা, উল্টো পাকিস্তান পেল ৩ রান।

৩ বলে তখন চাই ৮ রান। চতুর্থ বলটিকেই সোজা ব্যাটে দারুণ এক ছক্কা মারেন শাদাব। পরের বলে দারুণ বুদ্ধিমত্তায় আলতো শটে বল পাঠান লং অনের দিকে। সীমানা থেকে ফিল্ডার ছুটে আসতে আসতেই ২ রান। পাকিস্তানের জয়!

শেষ ওভারে ব্যাট হাতে কিছু করতে না পারলেও ম্যাচের প্রথম ভাগে বল হতে নায়ক ছিলেন আশরাফ। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে করেন হ্যাটট্রিক।

যদিও শেষে ভেঙে পড়ার আগে শ্রীলঙ্কা এগোচ্ছিল বেশ ভালোভাবেই। ব্যাটিং ব্যর্থতার বলয় ছিড়তে এদিন ঠা-া মাথায় এগোনোর পথে হাঁটেন লঙ্কান ব্যাটসম্যানরা।

ওপেনিংয়ে ৪৮ বলে ৫১ করেন দানুশকা গুনাথিলাকা। ৪৩ রানের উদ্বোধনী জুটিতে দিলশন মুনাবিরা করেন ২০ বলে ১৯।

দ্বিতীয় উইকেটে গুনাথিলাকা ও সাদিরা সামারাবিক্রমা গড়েন ৬৩ রানের জুটি। ৩১ বলে ৩২ করে সামারবিক্রমা রান আউট হওয়ার পর থেকেই ধস। শেষে যখন ঝড় তোলার সময়, লঙ্কানরা তখন ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। ১ উইকেটে ১০৬ থেকে রান হয়ে যায় ৯ উইকেটে ১১৯!

আশরাফের হ্যাটট্রিক ওই সময়ই। ১৯তম ওভারের শেষ তিন বলে ফেরান ইসুরু উদানা, মাহেলা উদাওয়াত্তে ও দাসুন শানাকাকে। টি-টোয়েন্টিতে এটি সব মিলিয়ে মাত্র ষষ্ঠ হ্যাটট্রিক।

রান তাড়ায় পাকিস্তানের টপ অর্ডারে কেউ বড় রান করতে পারেনি। তবে টুকটাক করে রানও আসছিল। ৫৫ রানে তারা হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মোহাম্মদ হাফিজ ও সরফরাজ আহমেদের ৩৯ রানের জুটিতে ছিল তারা জয়ের পথেই।

কিন্তু শেষ দিকে পাকিস্তানও হারায় দ্রুত উইকেট। শেষ পর্যন্ত ফয়সালা শেষ ওভারে। তাতে শাদাবের ঝলকে পাকিস্তানের জয়।

৪ ওভারে মাত্র ১৪ রান ১ উইকেট, ৮ বলে অপরাজিত ১৬ রানে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ইনিংস। আশরাফর হ্যাটট্রিক ছাপিয়ে ম্যাচ সেরা শাদাব খান।

সিরিজের শেষ ম্যাচ রোববার হবে লাহোরে।

 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (গুনাথিলাকা ৫১, মুনাবিরা ১৯, সামারাবিক্রমা ৩২, প্রসন্ন ১, থিসারা ৩, শানাকা ১, উদানা ৬, উদাওয়াত্তে ০, পাথিরানা ১, প্রিয়াঞ্জন ২*, সঞ্জয়া ৪*; ইমাদ ০/২৩, উসমান ০/১৮, হাসান ২/৩১, আশরাফ ৩/১৬, শাদাব ১/১৪, হাফিজ ০/২১)।

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১২৫/৮ (শেহজাদ ২১, ফখর ১১, বাবর ১, মালিক ৯, হাফিজ ১৪, সরফরাজ ২৮, ইমাদ ২, আশরাফ ৪, শাদাব ১৬* হাসান ৩*; সঞ্জয়া ১/৩২, মুনাবিরা ০/১৭, উদানা ১/১৭, পাথিরানা ১/১৮, থিসারা ৩/২৪, শানাকা ০/১২)।

ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: শাদাব খান

Share Button

     এ জাতীয় আরো খবর