গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া, ‘ফেয়ার প্লে’ পয়েন্টে সঙ্গী জাপান
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বাদ পড়ার শঙ্কায় থাকা কলম্বিয়াই শেষ ষোলোতে উঠলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। আর শেষ রাউন্ডের আগে সুবিধাজনক জায়গায় থাকা সেনেগালই বাদ পড়লো বিশ্বকাপ থেকে। ‘এইচ’ গ্রুপে বদলে যাওয়া দৃশ্যপটে ‘ফেয়ার প্লে’ পয়েন্টের সুবিধা নিয়ে কলম্বিয়ার সঙ্গে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান।
‘ফেয়ার প্লে’তে কপাল পুড়েছে সেনেগালের, আর আশীর্বাদ হয়ে এসেছে জাপানের জন্য। একই সময়ে শুরু হওয়া দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া-সেনেগাল ও পোল্যান্ড-জাপান। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। আর পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেও বিশ্বকাপে টিকে থাকলো জাপান ‘ফেয়ার প্লে’ পয়েন্টে এগিয়ে থেকে।
‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচের আগে সমান ৪ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল যথাক্রমে জাপান ও সেনেগাল। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল কলম্বিয়া। আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া পোল্যান্ডকে বাদ দিয়ে এই তিন দলেরই সম্ভাবনা ছিল শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার। যেখানে কোনও হিসাবের মধ্যে না গিয়ে কলম্বিয়া জয় দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ৬ পয়েন্ট নিয়ে।
তবে সেনেগাল-জাপানের বিশ্বকাপে টিকে থাকার হিসাব গড়িয়েছে ‘ফেয়ার প্লে’ পর্যন্ত। হেরে যাওয়ায় দুই দলেরই পয়েন্ট হয় সমান ৪। ওদিকে গোল ব্যবধানও সমান (০), এমনকি গোলের পক্ষে (৪) ও বিপক্ষেও (৪) সমান। পরের রাউন্ডে যাওয়াটা নিষ্পত্তি হয়েছে তাই ‘ফেয়ার প্লে’তে। আর এখানেই সেনেগালের সর্বনাশ! জাপানের চেয়ে বেশি কার্ড দেখার খেসারত হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আফ্রিকান দেশটি।
গ্রুপ পর্বে সেনেগাল হলুদ কার্ড দেখেছে মোট ৬টি, বিপরীতে জাপানের হলুদ কার্ড সংখ্যা ৪। প্রত্যেক হলুদ কার্ডের জন্য ১ পয়েন্ট থাকায় সেনেগালের হয়েছে ৬ পয়েন্ট, আর জাপানের পয়েন্ট ৪। ডিসিপ্লিনারি বিভাগে জাপান ভালো জায়গায় থাকায় ‘ফেয়ার প্লে’তে সেনেগালকে হতাশ করে উঠে গেছে নকআউট পর্বে।
গ্রুপ পর্বেই এবারের বিশ্বকাপ উত্তেজনায় ঠাসা। আগের দিন জার্মানি বিদায় নিয়েছে, তার আগে আর্জেন্টিনা বিশ্বকাপে টিকে গেছে জটিল সমীকরণ মিলিয়ে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিশ্বকাপ দুলেছে পেন্ডুলামের সুতোয়। কখনও মনে হয়েছে কলম্বিয়া বাদ, কখনও মনে হয়েছে জাপানের বিশ্বকাপ শেষ, কখনও আবার সেনেগালের বিদায়ের সুর শোনা গেছে বাতাসে।
কলম্বিয়া অবশ্য শেষ ষোলোর সুবাস পেতে শুরু করে জেরি মিনার গোলে এগিয়ে যাওয়ার পর থেকে। ৭৪ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডারের হেডে এগিয়ে যাওয়ার পর তাদের পয়েন্ট দাঁড়ায় ৬। ওদিকে আরেক ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জাপান ১-০ গোলে পিছিয়ে থাকায় সেনেগালের আশার পালে হাওয়া লাগছিল জোরেশোরেই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ‘ফেয়ার প্লে’ পয়েন্ট চোখ রাঙাতে থাকে তাদের দিকে। শেষ পর্যন্ত বাদই পড়তে হলো আফ্রিকান দেশটিকে।