ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
‘ই’ গ্রুপের ম্যাচে শেষ ষোল নিশ্চিত করতে কোস্টা রিকার বিপক্ষে মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিজনি নভগোরোদে রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলের ড্র করে সুইজারল্যান্ড। এ ফলে গ্রুপ রানার্স আপ হয়েছে দলটি। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইডেন।
এদিন শুরু থেকেই বল দখলে নিয়ে খেলে সুইসরা। তবে পিছিয়ে ছিল না কোস্টা রিকাও। বেশক’টি আক্রমণে যায় তারাও। তবে ম্যাচে ৩১ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন ব্লেরিম জেমাইলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই সমতায় ফেরে কোস্টা রিকা। ম্যাচের ৫৬ মিনিটে কেন্ডাল ওয়াটসনের গোলে সমতায় ফেরে তারা।
কিন্তু ৮৮তম মিনিটে সুইজারল্যান্ডকে ২-১ গোলে আবার এগিয়ে দেন জোসিফ দ্রিমিচ। কিন্তু যোগ করা সময়ে সুইস গোলকিপার ইয়ান সোমারের আত্মঘাতী গোলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে কোস্টা রিকা।
এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্স আপ হয় সুইজারল্যান্ড। ৩ জুলাই শেষ ষোলর খেলায় সুইডেনের মুখোমুখি হবে দলটি।