নেইমার নয় কৌতিনিয়ো, ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে নেইমারের চেয়ে ফিলিপে কৌতিনিয়ো ব্রাজিলের জন্য বেশি ফল নির্ণায়ক বলে মনে করেন দেশটির সাবেক খেলোয়াড় কাকা।
রাশিয়ার আসরে ব্রাজিলের হয়ে খেলা দুটি ম্যাচে আলো ছড়িয়েছেন কৌতিনিয়ো। সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করার পর গত শুক্রবার কোস্টা রিকার বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন আক্রমণাত্মক এই মিডফিল্ডার।
ইএসপিএন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কাকা জানান, দলের সেরা তারকা নেইমারের চেয়ে বার্সেলোনার মিডফিল্ডার কৌতিনিয়ো এখন পর্যন্ত ব্রাজিলের ভার বহন করছেন।
“নেইমার আমাদের সেরা খেলোয়াড়। আমি মনে করি তিতে তাকে কাজে লাগানোর এবং যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে খেলার সুযোগ করে দেওয়ার দারুণ কাজ করছেন; দলকে আরও শক্তিশালী করছেন।”
“এটা খুব শক্তিশালী দল এবং আমরা কৌতিনিয়োকে মূল চরিত্র এবং ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখি।”