নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয়ের খেলা উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়ারদের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্যে দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। আওয়ামীলীগ নেতা ও সাবেক শিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ধারাবারিষা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার, অত্র প্রতিষ্ঠানের সভাপতি শ্রী সত্য সরকার, শাহজাহান আলী মহরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধারাবারিষা ইউনিয়নের ১২টি দল এই খেলায় অংশগ্রহন করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল