মিরাজ অবশেষে ভিসা পেলেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দলের অন্যান্য সদস্যদের সাথে আমেরিকান ভিসার জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। কিন্তু সতীর্থরা যখন ভিসা সমেত পাসপোর্ট ফেরত পেলেন মিরাজ পেলেন সিরিজ খেলতে তাদের দেশ ত্যাগের পর।
রোববার বিকেলে ভিসা ও পাসপোর্ট হাতে পেয়েছেন অভিষেক টেস্টে ইংল্যান্ডকে তছনছ করে দেয়া ২৫ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার। ২৭ জুন ক্যারিবীয় একাদশের বিপক্ষে সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে নামবেন সাকিব, তামিমরা। তাই কালবিলম্ব না করে রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মিরাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র খবরটি নিশ্চিত করেছে।
সুত্রটির দেয়া তথ্যমতে,‘বিশেষ কোন কারণে নয়। মার্কিন দূতাবাস তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়েই মিরাজের ভিসা দিতে সময় নিয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামি ২৭-২৮ জুন দ্ইু দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৪-১২ জুলাই অ্যান্টিগুয়ায় সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় টেস্ট গড়াবে ১২ থেকে ১৬ জুলাই জ্যামাইকার স্যাবাইনা পর্কে।
টেস্ট শেষে ২২ জুলাই গায়নায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেনুতে ২৫ জুলাই দ্বিতীয় আর ২৮ জুলাই সেইন্ট কিটসে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
এরপর ৩১ জুলাই ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে একে অপরের মোকাবেলা করবে স্বাগতিক ও সফরকারী দল।
দ্বিতীয়টি ৪ আগস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে। ৫ আগস্ট একই ভেনুতে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে।