যশোরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান: ‘নব্য জেএমবি’র সদস্য গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
যশোর সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক মোজাফফর হোসেন নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাতে ১০দিকে এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ কথা জানান। গত সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার পাগলাদহ গ্রামের একটি আধাপাকা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার বলেন, প্রায় তিন ঘণ্টা পর ওই বাড়ির অভিযান শেষ হয়েছে। এতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী আটটি ইউনিট অংশ নেয়। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে বিকালে যশোর শহর থেকে বাড়ির মালিক মোজাফফর হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর আরও বলেন, মোজাফফর যশোরের এম এম কলেজের পুরানো ছাত্রাবাস মসজিদের ইমাম। আমরা তার আরও একটি পরিচয় পেয়েছি। তিনি নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক। তাকে যশোরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৪০ বছর বয়সী মোজাফফর হোমিও চিকিৎসক বলে জানিয়েছিলেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয় শাখা) মুনিরুজ্জামান। এদিকে, মোজাফফর আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোতোয়ালি মডেল থানার এসআই আবুল বাশার মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এতে আটক নব্য জেএমএমবি নেতা মোজাফফর হোসেনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা বলেন, গতকাল মঙ্গলবার আটক মোজাফফরকে আদালতে হাজির করা হবে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামছুদ্দোহা সাত দিনের রিমান্ডের আবেদন জানাবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোজাফফরকে আদালতে হাজির করা হয়নি।