January 7, 2025, 8:33 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

শ্রেয়াস ও সিরাজ ভারতের টি-টোয়েন্টি দলে

শ্রেয়াস ও সিরাজ ভারতের টি-টোয়েন্টি দলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছিলেন বেশ কিছুদিন ধরে। ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে ব্যাটে রানের জোয়ার। কিন্তু তারকাবহুল দলে জায়গাই মিলছিল না। সবশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও পূরণ হয়নি আশা। অবশেষে অপেক্ষার অবসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

শ্রেয়াসের সঙ্গে নতুন মুখ আছে আরেকটি। সুযোগ পেয়েছেন গত আইপিএলের নিলামে আলোচনার জন্ম দেওয়া পেসার মোহাম্মদ সিরাজ।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পর গত কিছুদিনে ভারত ‘এ’ দলের হয়েও দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রেয়াস। অগাস্টে ত্রিদেশীয় ‘এ’ দলের সিরিজের ফাইনালে ১৪০ রানের অপরাজিত ইনিংসে জিতিয়েছেন দলকে। সম্প্রতি নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারটি একদিনের ম্যাচে করেছেন ১০৮, ৮২, ৯০ ও ৩৭। মুম্বাইয়ের ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৫৪.৭৪।

হায়দরাবাদের ২৩ বছর বয়সী পেসার সিরাজ গত মৌসুমে রঞ্জি ট্রফিতে নিয়েলেন ৪১ উইকেট। সেই পারফরম্যান্সে তার দিকে নজর পড়ে আইপিএল দলগুলির। ২০ লাখ রুপি ভিত্তি মূল্য নিয়ে নিলামে ছিলেন। কাড়াকাড়িতে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিয়েছিল ২ কোটি ৬০ লাখ রূপিতে। আইপিএলে ৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ১০ উইকেট।

আশিস নেহরা আছেন শুধু প্রথম টি-টোয়েন্টির দলে। ১ নভেম্বর ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলার সেই ম্যাচ দিয়ে দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন নেহরা।

পরের ম্যাচ দুটি হবে ৪ ও ৭ নভেম্বর।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। তিন ম্যাচের সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলও ঘোষণা করেছে ভারত।

সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন কেবল একটি। চোট সারিয়ে ফিরেছেন মুরালি বিজয়। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন অভিনব মুকুন্দ।

১৬ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।

টি-টোয়েন্টির ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আশিস নেহরা (শুধু প্রথম ম্যাচ)।

টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার।

Share Button

     এ জাতীয় আরো খবর