February 9, 2025, 11:54 pm

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

সুয়ারেস তবুও বার্সায় ‘অমূল্য’

সুয়ারেস তবুও বার্সায় ‘অমূল্য’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না লুইস সুয়ারেসের। প্রতিপক্ষের গোলমুখে ধরে রাখতে পারছেন না ধারাবাহিকতা, নষ্ট করছেন একের পর এক সহজ সুযোগ। তারপরও বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের কাছে এখনও ‘অমূল্য’ উরুগুয়ের এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন সুয়ারেস।

লা লিগায় গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন সুয়ারেস। কিন্তু শনিবার কাম্প নউয়ে মালাগার বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে আবারও হতাশ করেন তিনি। সহজ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পরে ম্যাচের ৮৩তম মিনিটে তার জায়গায় পাকো আলকাসেরকে মাঠে নামান ভালভেরদে।

তবে সুয়ারেসের প্রতি আস্থার কমতি নেই বার্সেলোনা কোচের।

“সুয়ারেসকে আমার কাছে ভালোই মনে হচ্ছে। ছয় দিনে এই নিয়ে সে তৃতীয় ম্যাচ খেলল। আতলেতিকোর বিপক্ষে সে দারুণ একটি ম্যাচ খেলেছে। অলিম্পিয়াকোসের বিপক্ষেও সে ক্লান্তিহীন ছিল। তাছাড়া সবসময় সে সুযোগ পায়।”

“সে যে আগ্রাসী মনোভাবে খেলে সেটাই তার সবসময় দলে থাকার নিশ্চয়তা দেয়। সে যত বেশি সুযোগ নষ্ট করে তত ভালো, কারণ এর অর্থ সে ঠিক জায়গায় আছে। সে আমাদের জন্য অমূল্য।”

মালাগার বিপক্ষে মাঠ থেকে তুলে নেওয়ার সময় সুয়ারেসের চোখে মুখে ছিল হতাশা। আক্রমণভাগের এই খেলোয়াড়ের এমন আচরণের ব্যাখ্যা দিয়েছেন কোচ।

“সুয়ারেস উচ্চাকাক্সক্ষী। কেউই মাঠ থেকে উঠে আসাটা পছন্দ করে না। প্রত্যেকেই খেলতে চায়, প্রত্যেকেই শুরুর একাদশ খেলতে চায়ৃ আমি এতে কোনো সমস্যা দেখছি না।”

মালাগার বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ায় খুশি ভালভেরদে। এই জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তার দল। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Share Button

     এ জাতীয় আরো খবর