ডিটেকটিভ বিনোদন ডেস্ক
একটি ছবির গানের দৃশ্যে পারফর্ম করতে গিয়ে এক-দু’বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া ভাট। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে নায়িকা নিজেই জানিয়েছেন এ তথ্য। গানটি ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ‘ইস্ক ওয়ালা লাভ’। গানটিতে বরফের দৃশ্যে পারফর্ম করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন আলিয়া। লোকেশনের কনকনে ঠান্ডায় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, এক-দু’বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন। আর সেই গানটাই ছিল ২০১২ সালের গানপ্রিয়দের বেছে নেয়া সেরা গান।
তবে এই চরিত্রটি আলিয়ার আগে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফকে অফার করেছিলেন পরিচালক করণ জোহর। কৃষ্ণা না করায় আরও ৪৩২ জনের অডিশন নিয়েছিলেন পরিচালক। আর তার পরই চরিত্রটি আসে আলিয়ার কাছে। যদিও আলিয়ার হাতেখড়ি হয়েছিল ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ ছবির মাধ্যমে। তাতে মুখ্যচরিত্র না হলেও প্রীতি জিনতার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর শুটিং চলাকালীন আলিয়া, সিদ্ধার্থ এবং বরুণ-ছবির প্রধান এ তিন শিল্পীই বেশ ছোট। আলিয়ার বয়স তখন ১৯। ছবির শুটিং চলাকালীন রীতিমতো বেশ রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।