January 7, 2025, 8:16 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

নেইমারের ‘পিএসজির মেসি হয়ে উঠতে সময় প্রয়োজন’

নেইমারের ‘পিএসজির মেসি হয়ে উঠতে সময় প্রয়োজন’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকে নিয়মিত আলো ছড়াচ্ছেন নেইমার। জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন সবাইকে। তবে ফরাসি ক্লাবটির ‘লিওনেল মেসি’ হয়ে উঠতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে এখানে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে এবং উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মনে করেন কোচ উনাই এমেরি।

অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে আসার পর এখন পর্যন্ত পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোল করেছেন নেইমার। এই সময়ে সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছেনও তিনি।

রোববার বাংলাদেশ সময় রাত একটায় লিগ ওয়ানে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘পিএসজির লিওনেল মেসি হয়ে উঠতে নেইমারের কতটা সময় লাগবে’ এমন প্রশ্নের জবাবে এমেরি জানান, নতুন ঠিকানায় ধাপে ধাপে উন্নতি করছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। “সতীর্থদের সঙ্গে ও আমাদের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে তাকে সময় দেয়া প্রয়োজন। তার প্রতি প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবল সামলাতে হবে তাকে। তবে তার ব্যক্তিগত গুণ ও মেধা আছে।”

“সে নেইমার। এই দলে আরও উন্নতি করতে তাকে সহায়তা করতে আমাদের যা করা সম্ভব আমরা করবো। সে কি উন্নতি করতে পারে, মাঠে কিভাবে সে আরও ভালোমতো পজিশন নিতে পারে তা দেখতে আমরা ভিডিও নিয়ে তার সঙ্গে কাজ করছি। সে পায়ের কাজ ভালোবাসে। এটা একটা প্রক্রিয়া আর এটা নিশ্চিত যে, সে উন্নতি করবে।”

“এখানে মানিয়ে নিতে এক সপ্তাহ বা ছয় মাস লাগবে না, বরং আরও বেশি সময় লাগবে। নেইমার দারুণ খেলোয়াড়। সে নেইমারের মতোই খেলে। নিজের মতো খেলেই আরও বড় হয়ে ওঠার জন্য তাকে সাহায্য করাটাই আমাদের কাজ।”

ফ্রান্সের লিগ ওয়ানে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অপরাজিত পিএসজি। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মার্সেই।

Share Button

     এ জাতীয় আরো খবর