January 7, 2025, 8:12 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

রাশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে আগুয়েরো, থাকছে না হিগুয়াইন

রাশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে আগুয়েরো, থাকছে না হিগুয়াইন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তবে এবারও হোর্হে সাম্পাওলির দলে ঠাঁই হয়নি ইউভেন্তুসের ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের।

আগামী ১০ নভেম্বর রাশিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চার দিন পর মেসিদের পরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

লিওনেল মেসির নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপে সরাসরি ওঠে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের দল নিয়ে কথা বলতে গিয়ে তারকা ফরোয়ার্ডের প্রশংসায় আবারও পঞ্চমুখ হন সাম্পাওলি।

“মেসিকে দলের প্রতি এতটা প্রতিশ্রুতিবদ্ধ দেখাটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। বিশ্বসেরা হতে সব সময় সে যেটা দেয়, সেটাই সে দিয়েছিল। প্রতি ম্যাচে মেসির খেলা দেখে আমার পশম দাঁড়িয়ে যায়।”

প্রীতি ম্যাচের দলে না রাখলেও হিগুয়াইনকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না সাম্পাওলি।

“হিগুয়াইনের কথা আমাদের মাথায় আছে। তাকে বাজিয়ে দেখার প্রয়োজন নেই। সে বিশ্বকাপে যাবে কি না, সেটা আমরা মূল্যায়ন করে দেখব।”

গত সেপ্টেম্বরে গাড়ি দুর্ঘটনায় পাঁজরে চোট পান আগুয়েরো। এ কারণে আর্জেন্টিনার হয়ে অক্টোবরের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি।

একুয়েডরের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন পাওলো দিবালা। ইউভেন্তুসের এই ফরোয়ার্ডের সঙ্গে মেসির জুটি জমছে না বলে আগেও জানিয়েছেন সাম্পওলি। প্রীতি ম্যাচে দলে দিবালাকে রাখলেও আগুয়েরোর ফেরা তাই কোচের কাছে গুরুত্ব পাচ্ছে বেশি।

“খেলার সময় মেসির সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনাটা আগুয়েরো করে দেয়। আমরাও তাকে নাম্বার নাইন হিসেবে দেখি। এখন আমাদের সুযোগ আছে বিশ্বের সেরা স্ট্রাইকারদের বেছে নেওয়ার।”

 

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো, নাহুয়েল গুসমান, আগুস্তিন মার্চেসিন।

ডিফেন্ডার: গাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকো ফাসিও, হাভিয়ের মাসচেরানো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি।

মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাতিয়াস ক্রানেভিত্তার, এভার বানেগা, মার্কোস আকুনিয়া, আলেহান্দ্রো গোমেস, দিয়েগো পেরোত্তি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়া ও মাউরো ইকার্দি।

Share Button

     এ জাতীয় আরো খবর