উন্নত বাংলাদেশের জন্য আ. লীগকে ফের ক্ষমতায় আনতে বললেন জয়
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় অনুষ্ঠানে নবীন তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত এই অনুষ্ঠান ওয়েবসাইটে সরাসরি দেখানো হয়। অনুষ্ঠানে বক্তব্যে জয় একটি দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষার উপর জোর দিয়ে মালয়েশিয়ার উদাহরণ টানেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবার টানা আট বছর ক্ষমতায়। সর্বমোট (স্বাধীনতার পর) ১৬ বছর। আওয়ামী লীগ কেবল আট বছর ক্ষমতায়, তাতেই দেশের কী পরিমাণ উন্নতি, দেখুন। আওয়ামী লীগ আরও ১০–১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে। বিএনপির মধ্যে দেশপ্রেম নেই দাবি করে জয় বলেন, তারা ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে হাঁটবে। যারা স্বাধীনতার বিশ্বাস করে না, তারা বাংলাদেশের উপর কী বিশ্বাস রাখবে? যে দেশের সঙ্গে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই পাকিস্তানের সঙ্গে আমাদেরকে তুলনা করা হচ্ছিল। স্বাধীনতার চেতনা আর কোনোদিন ভুলবেন না। কাউকে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে দেবেন না। এমন মিথ্যা প্রচারের সুযোগ দেবেন না, যাতে জাঁতি শহীদদের ভুলে যায়, আহ্বান জানান তিনি।