মৌলভীবাজার প্রতিনিধিঃ
বড়লেখায় কাতার প্রবাসী আমির উদ্দিনকে হত্যা চেষ্টার অভিযোগে সোনাহর আলী ও তার ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আজ ১২ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা গেছে- বড়লেখা উপজেলার দক্ষিনভাগ গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কাতার প্রবাসী আমির উদ্দিন (৩৭) সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন। গত শুক্রবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল করে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সোনাহর আলী তার হতে থাকা লম্বা দা দিয়ে তাকে কুপ দেয়। এ ঘটনায় গ্রামের লোকজন প্রতিবাদী হলে এতে ক্ষীপ্ত হয়ে সোনাহর আলী ও তার ভাই মনোহর আলী দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসী আমির উদ্দিনসহ প্রতিবাদী লোকজনকে পুনরায় ধাওয়া করে। পরে গ্রামবাসী তাকে নিজ বসতঘরে অবরুদ্ধ রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাই মনোহর আলীসহ তাকে আটক করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫মে২০১৮/ইকবাল