সাভারে ইউপি সদস্যের বিরুদ্ধে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজধানীর সাভার উপজেলার আশুলিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী পোশাকশ্রমিক। গত রোববার রাতে আশুলিয়া থানায় ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে অভিযোগটি করেন ওই নারী পোশাকশ্রমিক। অভিযোগে ওই নারী শ্রমিক উল্লেখ করেন, আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ মাস আগে তিনি মৃধার বাড়ি থেকে অন্য ভাড়া বাসায় যান। এর কয়েক দিন পর থেকে ইউপি সদস্য তাঁকে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। পরে গত শনিবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে মৃধা কয়েকজনকে নিয়ে জোর করে তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। আশুলিয়া ওসি আবদুল আউয়াল বলেন, ধর্ষণের অভিযোগকারী ওই নারী শ্রমিকের চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলা নথিভুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।