July 12, 2025, 7:58 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

ভোলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ও শ্যালক খুন!

রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলায় পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মো. মাসুম (৪০) ও ছোট ভাইয়ের শ্যালক মো. জাহিদ (৩৫) নৃশংসভাবে খুন হয়েছে। রোববার মধ্যরাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটেরঘর এলাকায় এ মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে ঘটনার মূল আসামী মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় বাপ্তা গ্রামের মো. মোস্তফা মাস্টারের ছেলে মো. মামুনের সাথে ছোট ছেলে মাসুমের দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মো. মামুনের বন্ধু ফিরোজের সাথে মাসুমের হাতাহাতি হয়। এর জের ধরেই রোববার রাতে মামুন, তার বন্ধু মো. ফিরোজ, ছেলে মো. শরীফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে মাসুমের উপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে মাসুমকে উদ্ধার করতে তার শ্যালক জাহিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে মাসুম ও জাহিদকে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই মামুনের বড় ছেলে মো. শরীফ ও ছোট ছেলে আরিফকে আটক করেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর