রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলায় পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মো. মাসুম (৪০) ও ছোট ভাইয়ের শ্যালক মো. জাহিদ (৩৫) নৃশংসভাবে খুন হয়েছে। রোববার মধ্যরাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটেরঘর এলাকায় এ মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে ঘটনার মূল আসামী মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় বাপ্তা গ্রামের মো. মোস্তফা মাস্টারের ছেলে মো. মামুনের সাথে ছোট ছেলে মাসুমের দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মো. মামুনের বন্ধু ফিরোজের সাথে মাসুমের হাতাহাতি হয়। এর জের ধরেই রোববার রাতে মামুন, তার বন্ধু মো. ফিরোজ, ছেলে মো. শরীফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে মাসুমের উপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে মাসুমকে উদ্ধার করতে তার শ্যালক জাহিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে মাসুম ও জাহিদকে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই মামুনের বড় ছেলে মো. শরীফ ও ছোট ছেলে আরিফকে আটক করেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য চেষ্টা চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪মে২০১৮/ইকবাল