মশাহিদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে গরিব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড এর উদ্যাগে ও ফ্রেন্ডসক্লাব মৌলভীবাজার এর আয়োজনে স্থানীয় কালাপুর ইউপি অফিসের সামনে গরীব ও অসহায়দের মধ্যে রমজান মাসের জন্য নিত্য প্রযোজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে আজ ১১ মে দুপুরে। ফ্রেন্ডসক্লাব মৌলভীবাজার এর সভাপতি হাবিবুর রহমান লুবান এর সভাপতিত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান (মজুল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মাওলানা জাবির আহমদ হামিদী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, মাওলানা শাফি উদ্দিন ও মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফ্রেন্ডসক্লাব মৌলভীবাজার এর সহ- সভাপতি আবু হুরায়া আহমদ নাঈদ, সহ- সাধারন সম্পাদক জুবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন (টুকু), অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক ফয়সল আহমদ ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজসহ সংগঠনের সদস্যবৃন্দ। আসন্ন রমযান উপলক্ষে ১০৭জন গরবীদের মধ্যে চাল, চানা, ডাল, পিয়াজ, তৈল ও খেজুরসহ নিত্য প্রযোজনীয় জিনিষসহ বিতরন করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১২মে২০১৮/ইকবাল