মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে নতুন প্রজন্মের নতুন লেখিকা সাজিয়া সাজি রচিত ‘আয়েশার চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। উন্মেষ কম্পিউটার্স ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মহসিনের সভপতিত্বে ও গোলাম হাসান চৌধুরীর পরিচালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন ও বর্তমানে হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালেক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট লেখক এড. আবু তাহের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাংবাদিক আব্দুল বাছিত খান। বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সরওয়ার আহমদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক রজত কান্তি গোস্বামী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট কলামিষ্ট এহছান বিন মুজাহির, সাংবাদিক শ.ই. সরকার জবলু, মাহবুবুর রহমান রাহেল, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের জেলা সাধারণ সম্পাদক এম এ সামাদ ও মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ও ‘আয়েশার চিঠি’ গ্রন্থের লেখিকা সাজিয়া সাজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- লেখিকা সাজিয়া সাজির পিতা-মাতা, সহপাঠি, ছাত্রছাত্রী, লেখক, সাংবাদিকবৃন্দ ও বইপ্রেমী বিভিন্ন ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্য শেষে অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘আয়েশার চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. ফজলুল আলী।
প্রাইভেট ডিটেকটিভ/৯মে২০১৮/ইকবাল