এম,এম,রুহেল জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেছেন শিক্ষা ছাড়া সমাজকে এগিয়ে নেয়া সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি সহপাঠ কার্যক্রম শিক্ষার্থীদের মন ও দেহ সুস্থ রাখে।তিনি সোমবার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ বছর এস,এস,সি পরীক্ষায় চারিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় সকলকে অভিনন্দন জানিয়ে মৌরীন করিম বলেন চারিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জৈন্তার মুখ উজ্জ্বল করেছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সরকারী শিক্ষক কবির আহমদ এর পরিচালয়ান অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমরান আহমদ মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সেলিম আহমদ, আলতাফ হোসেন বিলাল, ছাত্রনেতা পাপলু দে, মাহবুবুর রহমান সবুজ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল