নীলফামারীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ রাশেকুজ্জামান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রাশেকুজ্জামান দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহ আকবর আলীর পুত্র। সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক আবদুল আজিজ বাইপাস মহাসড়কে সন্ধ্যা থেকে ওৎপেতে বসে থাকে। রাতে মাদক ব্যবসায়ী রাশেকুজ্জামান সাইকেলেযোগে সঙ্গীসহ ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ রাশেকুজ্জামানকে আটক করলেও তার সঙ্গী পার্বতীপুর উপজেলার জাহানারাবাদ এলাকার আজিজার রহমানের পুত্র হাসান আলী (৪৮) পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্লাষ্টিক ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।